ঢাকা: চলমান পেশাদার লিগের প্রথম ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে শেখ রাসেল।
ম্যাচে রাসেলের হয়ে গোল করেন জাহিদ হাসান এমিলি ও পল এমিল। আর ব্রাদার্সের হয়ে একমাত্র গোলটি করেন কাওসার রাব্বি।
ম্যাচের শুরুতেই দুটি সুবর্ন সুযোগ মিস করে 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। ম্যাচের ৫ মিনিটে জাহিদ হাসানের কর্নার থেকে বল পেয়ে হেড করেন জাহিদ হাসান এমিলি। কিন্তু তার বল ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে ফিরে আসে। এরপর আবারো আক্রমণে যায় রাসেল। কিন্তু রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির দুর্বল শটটি সহজেই লুফে নেয় ব্রাদার্সের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।
তবে ম্যাচের ১৬ মিনিটে সুযোগ পেয়েই রাসেলের জাল কাঁপিয়ে দেয় সৈয়দ নইমুদ্দিনের শিষ্যরা। রাসেলের গোলরক্ষক মামুন খান ডি বক্সের মধ্যে ব্রাদার্সের অগাস্টিনের শটটি ঠিক মতো লুফে নিতে না পারার মাশুল গুনতে হয় দলকে। চলতি বলেই শট নিয়ে গোল করেন ব্রাদার্সের কাওসার আলী রাব্বি (১-০)।
আর ৩৫ মিনিটে ব্রাদার্সের ইমরুল হাসানের শট কোন মতে ফিরিয়ে দেয় শেখ রাসেলের গোলরক্ষক মামুন খান। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট চাপ সৃষ্টি করে খেলতে থাকে রাসেল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের জন্য ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। এ সময় বাঁ-প্রান্ত থেকে জাহিদ হোসেনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন জাহিদ হাসান এমিলি(১-১)। এরপরে যেন ছন্দে ফিরে আসে অল ব্লুজরা।
৮২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পল এমিল। রাসেলের প্রথম গোলের নেপথ্যের নায়ক জাহিদ হোসেনের ক্রস থেকে গোল করেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিল (২-০)।
তবে ইনজুরি টাইমে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ব্রাদার্সের। রাসেলের বক্সে ঢুকে হেড নেন ব্রাদার্সের নাইজেরিয়ান মিডফিল্ডার এজিওডিকা সিমন। কিন্তু তার হেড বারে লেগে ফেরত আসে। ফিরতি বলে আবারো হেড করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। কিন্তু তার হেডও চলে যায় মাঠের বাইরে।
নির্ধারিত সময় শেষে রেফারি বাশি বাঁজিয়ে জানান সময় শেষ। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর