ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, এপ্রিল ১৩, ২০১৫
ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি মারে

ঢাকা: ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে পাঁ রাখলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। বান্ধবী কিম সিয়ার্সকেই বিয়ে করলেন এ ব্রিটিশ নাম্বার ওয়ান।

এর আগে গত বছর নভেম্বরে সিয়ার্সের সঙ্গে আংটি বদল করেছিলেন তিনি।

স্কটল্যান্ডের ডাবলিনে ক্যাথেড্রাল চার্চে পরিবার, বন্ধু ও আত্মীয় স্বজনের উপস্থিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মারের বিয়ে সম্পন্ন হয়।

টেনিস বিশ্বের তিন নম্বর এ তারকা এখন পর্যন্ত দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। ২০১২ সালে প্রথমবার ইউএস ওপেন জিতেন তিনি। পরের বছরই বহুল কাঙ্ক্ষিত উইম্বলডন ওপেনের শিরোপা ঘরে তোলেন।

তবে সর্বশেষ ২০১৫ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান মারে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।