ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

জয়রথ চলছেই মোহামেডানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, এপ্রিল ১৩, ২০১৫
জয়রথ চলছেই মোহামেডানের ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান পেশাদার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে টিম বিজেএমসিকে ২-০ গোলে পরাজিত করে সাদা-কালো শিবির।

ম্যাচে মোহামেডানের হয়ে গোল করেন তৌহিদুল আলম সবুজ ও জুয়েল রানা।

ম্যাচ শুরুর ৫ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ডি বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ (১-০)। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জসিম উদ্দিন জোসির শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধ জুড়ে একটি নিষ্প্রাণ ম্যাচ উপহার দেয় দুই দলই। ৭০ মিনিটে ইসমাইল বাঙ্গুরার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল রানা (২-০)।

উল্লেখ্য, প্রথম ম্যাচে মোহামেডান ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। এ জয়ের পর দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে ঐতিহ্যবাহী মোহামেডান।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।