ঢাকা: বিশ্বসেরা ফুটবল তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি চলতি মৌসুমে ছুটে চলেছেন দুরন্ত গতিতে। তবে, তার দুরন্ত গতির ছুটে চলার মধ্যে বেশ কয়েকবার ছন্দপতন ঘটেছে পেনাল্টি শট নিতে গিয়ে।
বার্সেলোনার এ আর্জেন্টাইন স্ট্রাইকার মনে করেন, পেনাল্টির সুযোগ হাতছাড়া করায় বেশ কয়েকবার তাকে হতাশায় পুড়তে হয়েছিল।
ক্লাব এবং নিজের দেশের জার্সি গায়ে মেসি এ মৌসুমে চারবার পেনাল্টি থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, কোপা দেল রে’তে অ্যাতলেতিকোর বিপক্ষে, লা লিগায় লেভান্তের বিপক্ষে আর আর্জেন্টিনার হয়ে ব্রাজিলের বিপক্ষে মেসি পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেন নি।
এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী মেসি বলেন, এটা সত্যি যে আর্জেন্টিনা আর বার্সার হয়ে আমি পেনাল্টি গুলোর সুযোগ কাজে লাগাতে পারি নি। এ কারণে আমাকে যথেষ্ট হতাশায় পুড়তে হয়েছে।
স্প্যানিশ লা লিগায় ৩১ ম্যাচে ৩৪ গোল করা মেসি আরও বলেন, আমি সব সময় পেনাল্টি নেওয়ার জন্য মনোনীত হই। প্রতিপক্ষ দলও বেশ ভালো করেই জানে পেনাল্টি নিয়ে আমাকেই নির্বাচন করা হবে। তাই প্রতিপক্ষের গোলরক্ষক আমার সম্পর্কে আগেই প্রচুর ধারণা রাখে। স্বভাবতই তারা আমার পেনাল্টি শট নিয়ে চিন্তাভাবনা করে রাখে।
তিনি আরও যোগ করেন, একজন ভালো পেনাল্টি-টেকার নিজের পছন্দ মতোই শটটি নেয় আর তার সে শটটি প্রতিহত করা বেশ কঠিন। তবে, এটাও সত্যি যে একজন ভালো গোলরক্ষক কঠিন সব পেনাল্টি রুখে দিতে সক্ষম।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর/