ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

এখনই অবসর নয়: দ্রগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ১৪, ২০১৫
এখনই অবসর নয়: দ্রগবা

ঢাকা: চেলসির আইভোরি কোস্টের তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার ফুটবলে সময় ফুরিয়ে এসেছে বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। তবে, দ্রগবা নিজে জানালেন, এখনই ফুটবল ছেড়ে যাচ্ছেন না তিনি।

অবসরের কোনো চিন্তাই এ মুহূর্তে নেই বলেও জানিয়ে দিয়েছেন দ্রগবা।

৩৭ বছর বয়সী দ্রগবা ২০০৪-১২ মৌসুম পর্যন্ত খেলেছেন চেলসির হয়ে। এ সময় তিনি গোলের শতক পূর্ণ করে দলটির হয়ে মাঠে নেমেছিলেন ২২৬টি ম্যাচে। দুই বছর বাদে আবারো চলতি মৌসুমে ব্লুজদের হয়ে খেলে চলেছেন গ্যালাতাসারের সাবেক এ ফুটবল তারকা।

চলতি মৌসুমে হোসে মরিনহোর দলে পারফর্ম করতে পারছেন না দ্রগবা, শিগগিরি তিনি অবসর নিতে চলেছেন-এমন গুজব রটাচ্ছে ফুটবল বিশ্বে। তবে আইভোরি কোস্টের এ তারকা গুজবে কান না দিয়ে পরিস্কার জানিয়ে দিয়েছেন, পরের মৌসুমেও খেলা চালিয়ে যাবেন তিনি।

তিনি নিজের অবসর আর গুজব প্রসঙ্গে বলেন, আমি অবসরের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেই নি। প্রচার মাধ্যমে আমাকে নিয়ে গুজব রটানো হচ্ছে। আমি ক্লাবের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে তাদের চিন্তা-ভাবনার কথা জানিয়েছে। আমি জানি চেলসি আমার কাছে কি চায়। পরের মৌসুমেও আমি ব্লুজদের হয়ে মাঠে নামতে চাই।

এ মৌসুমে চেলসির জার্সি গায়ে দ্রগবা মাঠে নেমেছেন ১৮টি ম্যাচে। ইংলিশ প্রিমিয়ারের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হয়ে গোল করেছেন মাত্র তিনটি। দেশের হয়ে গত বছর অবসর নেওয়া দ্রগবা আইভোরি কোস্টের হয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। সেখানে তার গোলসংখ্যা ৬৫টি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।