ঢাকা: আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস তেভেজের বিশ্বাস তার ক্লাব জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো দলকেই হারাতে সামর্থ্য রাখে। তিনি বিশ্বাস করেন, এবারের শিরোপা তারাই ঘরে নিয়ে যাবেন।
ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে মাঠে নামছে জুভেন্টাস এবং মোনাকো। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ এর আগেই নিয়েচেন তেভেজ। ২০০৮ সালের আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তেভেজ। ফাইনাল ম্যাচে তেভেজের পেনাল্টি গোলেই চেলিসে হারায় ম্যানইউ।
আবারো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় হাত রাখতে চান আর্জেন্টাইন এ তারকা। তেভেজ বলেন, ম্যানইউয়ের হয়ে আমরা যে দলটি সেবার খেলেছিলাম সেখানে ছিলেন ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো, রায়ান গিগস, রিও ফার্ডিনান্দ, পল শোলসের মতো তারকারা। এবারে আমাদের জুভেন্টাস দলটিও বেশ ব্যালান্সড।
জুভেন্টাসের হয়ে ৬১ ম্যাচে ৩৬ গোল করা তেভেজ আরও বলেন, আমি বিশ্বাস করি জুভিরা এবারের আসরে চমক দেখাতে সক্ষম হবে। যে কোনো দলকেই হারাতে পারি আমরা। অনেকটা অ্যাতলেতিকোর মতো খেলার ধরণ নিয়ে আমরা এগিয়ে চলেছি। তবে, মাদ্রিদের দলটির থেকে জুভিরাই বেশি ব্যালান্সড।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর