ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

রোনালদো নয়, শীর্ষে মেসি; অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, এপ্রিল ১৪, ২০১৫
রোনালদো নয়, শীর্ষে মেসি; অপেক্ষায় নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ‘অলীক কোনো কল্পনা নয়, বর্তমান ফুটবল বিশ্বে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বিশ্বসেরা ফুটবলার হিসেবে শীর্ষস্থানটি দখল করে আছে। আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো নয়, শীর্ষে রয়েছে মেসি’ এমন মন্তব্য করেছেন রাশিয়া জাতীয় ফুটবল দলের কোচ ফ্যাবিও ক্যাপেলো।



বর্তমান বিশ্ব ফুটবলে কে সেরা, মেসি নাকি রোনালদো এমন প্রশ্নের জবাবে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ক্যাপেলো বলেছেন, মেসির মাঝে সৃজনশীল কিছু রয়েছে। সে সব সময় গোলের জন্য লক্ষ্য স্থির রাখে। মেসির দেওয়া পাস গুলোর মতো অন্য কোনো ফুটবলারকে পাস দিতে দেখিনা।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো প্রসঙ্গে ক্যাপেলো বলেন, রোনালদোর খেলায় বিশেষত্ব হলো সে দ্রুত গতিতে খেলতে পারে। তার শটগুলো প্রচন্ড শক্তিশালী। কিন্তু মেসির মতো রোনালদোর ফুটবলে সৃজনশীলতা নেই।

মেসি বা রোনালদোকে বাদ রেখে কে সেরা এমন প্রশ্নের জবাবে ক্যাপেলো বলেন, এর উত্তরে ব্রাজিল অধিনায়ক নেইমারকেই আমি এগিয়ে রাখব। সে তরুণ একজন ফুটবলার, মেসির মতো সেরাদের কাতারে আসতে নেইমারের আরও সময় লাগবে। সে অন্য গ্রহের একজন ফুটবলার। মেসির মতোই নেইমারের খেলায় গতি রয়েছে।

খেলোয়াড়ি জীবনে ক্যাপেলো ইউরোপ সেরা ক্লাবগুলোর হয়ে ৩৪১ ম্যাচ খেলেছেন। ইটালিয়ান সাবেক এ ফুটবল কিংবদন্তি রিয়াল মাদ্রিদ ছাড়াও এসি মিলান, রোমা, জুভেন্টাস, ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাশিয়া ফুটবলের প্রধান কোচ হিসেবে নিয়োজিত রয়েছেন ৬৮ বছর বয়সী ক্যাপেলো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।