ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপের বাছাইয়ে শক্ত গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বিশ্বকাপের বাছাইয়ে শক্ত গ্রুপে বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।



২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।

গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তান ছাড়াও লাল-সবুজের বাংলাদেশকে খেলতে হবে জর্ডান ও কিরগিজস্তানের বিপক্ষেও।

৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে এই ড্র করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। খেলা হবে দুটি লেগে। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। আট গ্রুপের শীর্ষ আট দল ও শীর্ষ চার রানার্নআপ দল আগামী রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।

এ বছরের ১১ জুন  থেকে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বে যারা কোয়ালিফাই করবে তারা ২০১৯ সালের এশিয়া কাপেও খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।