ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়াল-অ্যাতলেতিকো গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
রিয়াল-অ্যাতলেতিকো গোলশূন্য ড্র

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় স্প্যানিশ দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনো দল গোলের দেখা পায়নি।

ফলে, গোলশূন্য শেষ হয় ম্যাচটি।

অ্যাতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথ্য নেওয়া রিয়ালকে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের সুযোগ দেয়নি স্বাগতিকরা। রিয়ালের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ইকার ক্যাসিয়াস, কারভাজাল, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ, টনি ক্রুস, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে, স্বাগতিক অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে শুরুর একাদশে মাঠে পাঠান ও’ব্লাক, হুয়ানফ্রান, মিরান্ডা, দিয়েগো গডিন, গুইলহারমে, আরদা তুরান, মারও সুয়ারেজ, গ্যাবি, কোকে, মারিও মান্দজুকিচ এবং অ্যান্তোনিও গ্রিজম্যানদের মতো তারকাদের।

প্রথমার্ধের চতুর্থ মিনিটের মাথায় রিয়াল আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লড়াই শুরু করে। গ্যারেথ বেলের আক্রমণ প্রতিহত করেন অ্যাতলেতিকো গোলরক্ষক ও’ব্লাক। এছাড়া ৩৬ মিনিটের মাথায় জেমস রদ্রিগেজের একটি শট জালের দেখা না পেলে অতিথি রিয়ালকে প্রথমার্ধে কোনো অর্জন ছাড়াই বিরতিতে যেতে হয়।

বিরতি থেকে ফিরে দুই দলই ডিফেন্সিভ খেলতে থাকে। ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের দুই ও তিনে থাকা দল দুইটি নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলের সুযোগ খুঁজতে থাকে। ৬৯ মিনিটের মাথায় অ্যাতলেতিকোর ডি-বক্সে জটলা তৈরি করে বল পেয়েছিল রিয়াল। কিন্তু সে সুযোগকেও কাজে লাগাতে পারেন নি বেল-মার্সেলো-রোনালদোরা।

৭৫ মিনিটের পর মাঠের লড়াই জমে উঠে। আক্রমণ, পাল্টা-আক্রমণে খেলা গড়াতে থাকে। ৭৬ মিনিটের মাথায় করিম বেনজেমাকে মাঠ থেকে তুলে নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি মাঠে পাঠান ইসকোকে। আর পরের মিনিটে গ্রিজম্যানের বদলি হিসেবে অ্যাতলেতিকো কোচ সিমিওনে মাঠে নামান রাউল গার্সিয়াকে।

ম্যাচের ৮১ মিনিটের মাথায় আরদা তুরান একক প্রচেষ্টায় প্রায় মাঝমাঠ থেকে রিয়ালের ডি-বক্সে বল নিয়ে এগিয়ে এলেও গোল আদায় করতে ব্যর্থ হন। পরের মিনিটে দিয়েগো গডিনের একটি শট রিয়ালের গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। দুই মিনিট পর কোকের জায়গায় স্বাগতিকদের হয়ে মাঠে নামেন ফার্নান্দো তোরেস।

৮৯ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন রিয়ালের ব্রাজিলিয়ান মার্সেলো। ফলে, পরের ম্যাচে খেলার সুযোগ পাবেন না তিনি। একই মিনিটে মারিও সুয়ারেজের একটি শট কোনোমতে রুখে দেন রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াস।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

দিনের অপর ম্যাচে মোনাকোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। জুভিদের হয়ে ম্যাচের ৫৭ মিনিটের মাথায় চিলিয়ান আরতুরো ভিদাল একমাত্র গোলটি করেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।