ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমির পথে এগোলো জুভিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
সেমির পথে এগোলো জুভিরা ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে এক ধাপ এগিয়ে গেল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ১-০ গোলে হারিয়েছে জুভিরা।



এ ম্যাচে ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর জুভিদের হয়ে মাঠে নামেন আন্দ্রে পিরলো। কিন্তু, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্রেঞ্চ তারকা মিডফিল্ডার পল পগবা।

তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে দু’দলই আক্রমনাত্মক ফুটবল উপহার দেয়। অবশ্য, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিক জুভেন্টাস। তবে, কোনো পক্ষই গোলের দেখা পাচ্ছিল না। ত্রিশ মিনিটের মাথায় কার্লোস তেভেজের একটি শট ফিরিয়ে দেয় মোনাকোর গোলরক্ষক ড্যানিজেল সুবাসিক।

প্রথমার্ধে জুভিদের হয়ে সেরা সুযোগটি হাতছাড়া করেন আর্তুরো ভিদাল। তেভেজের বাড়ানো বলটি গোলপোস্টের উপর দিয়ে মেরে নিশ্চিতভাবে লিড নেওয়ার সুযোগ নষ্ট করেন এই চিলিয়ান স্ট্রাইকার। গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্ট্রাইকার আলভারো মোরাতার কাছে পিরলো ‌দারুণ এক উড়ন্ত পাস দেন। কিন্তু, ডি-বক্সের সীমানায় দাঁড়ানো মোরাতাকে ট্যাকল করে বসেন মোনাকোর ডিফেন্ডার রিকার্ডো কারভালহো। সঙ্গে সঙ্গেই রেফারি পনোল্টির সিদ্ধান্ত দেন। আর স্পট কিক থেকে জুভিদের লিড এনে দেন ভিদাল। এক গোলে এগিয়ে থেকেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।