ঢাকা: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পিএসজি’র ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে আজকের ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে এক পাঁ দিয়ে রাখবে।
এ ম্যাচে দারুণ আত্মবিশ্বাসী বার্সা। কারণ ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর দুই লেগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছিল লুইস এনরিকের শিষ্যরা।
তবে গ্রুপ পর্বে এর আগে পিএসজি’র বিপক্ষে প্রথম লেগে ৩-২ গোলে হেরেছিল কাতালানরা। কিন্তু ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে জিতে নিজেদের শক্তির পরিচয় দেয় দলটি।
এ ম্যাচে বার্সা দলে তেমন একটা পরিবর্তন আসবে না। তবে নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে থাকা দানি আলভেজের পরিবর্তে রাইট ব্যাকে মাঠে নামবেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো। তিনি বার্সার অফিসিয়াল ওয়েব সাইটে বলেন, ‘আমরা প্রথম লেগে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। যা পরবর্তী লেগে আমাদের খেলাটা আরো সহজ করবে। ’
এদিকে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও আছে ফুরফুরে মেজাজে কারণ দলটি সর্বশেষ বাস্তাইয়ের বিপক্ষে ৪-০ গোলে ফ্রান্সের দ্বিতীয় সেরা শিরোপা কাপ ডি লা লিগা জিতে।
এর আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দিতায় জিতে কোয়ার্টার নিশ্চিত করেছিল লরা ব্লার শিষ্যরা।
তবে পিএজি’র জন্য দু:সংবাদ হচ্ছে আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় থাকতে পারছেন না দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সেই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে থাকছেন না মার্কো ভেরাত্তি ও সার্জিও আয়ুরের। আর হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার ডেভিড লুইজ।
অনিশ্চয়তার মধ্যে আছে দলের আরেক তারকা থিয়াগো মোত্তা। তবে দলের সেরা পারর্ফরমাররা ম্যাচে অনুপস্থিত থাকলেও নিজের দলকে শক্ত প্রতিপক্ষই মানছেন কোচ লরা ব্লা।
এদিকে দু’দলের পেছনের সমীকরণ প্রায় সমান। বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে। একটি ম্যাচ ড্র। আর পিএসজি নিজেদের চারটি ম্যাচে জয় পেলেও হেরেছে একটি ম্যাচে।
তবে দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে একটি করে জয় পেয়েছে বার্সা ও পিএসজি। আর ড্র হয়েছে তিনটি ম্যাচে। তাই এ ম্যাচে জমজমাট একটি লড়াই দেখার অপেক্ষায় থাকতেই পারে সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমএমএস