ঢাকা: ইউরোপিয়ান ক্লাব সেরার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারানোর পর বার্সেলোনার কোচ লুইস এনরিক তার দলকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন।
বার্সার তারকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের জোড়া গোল আর ব্রাজিল তারকা নেইমারের গোলে দুরন্ত কাতালানদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিক হিসেবে খেলতে নামা পিএসজি।
চারবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় নিয়ে তাই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল। দলের এমন দারুণ পারফর্মে স্বভাবতই খুশি এনরিক। শিষ্যদের পারফরমেন্স দেখে তিনি বলেছেন, আমার শিষ্যরা শুধু ‘বিস্ময়কর’ খেলাই উপহার দেয়নি, আক্রমণ ভাগের অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি তারা ডিফেন্সকেও সামলিয়েছে দারুণ দক্ষতায়। এ জয় আমার শিষ্যদের প্রাপ্য ছিল। তাদের অভিনন্দন জানাই।
প্রথম লেগে জিতে দলের পরের লক্ষ্য প্রসঙ্গে এনরিক বলেন, দ্বিতীয় লেগের জন্য এখন আমরা নিজেদের প্রস্তুত করছি। নিজেদের মাঠে আমরা পিএসজিকে কোনো ছাড় দেবো না। পরের ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠতে চাই।
৩-১ এগ্রিগেটে এগিয়ে থেকে ক্যাম্প ন্যু’তে ২১ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে এনরিকের বার্সা। সে ম্যাচে বড় ব্যবধানে না হারলেই সেমিফাইনালের টিকিট হাতে পাবে কাতালানরা।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এমআর