ঢাকা: চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া ও নেইমারের একটি গোলে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালানরা।
তবে এ ম্যাচে নিজের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন নি দলের সেরা তারকা লিওনেল মেসি। বার্সার হয়ে ২০০৪ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা আর্জেন্টাইন অধিনায়ক এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬৯ ম্যাচে ৩৯৯টি গোল করেছেন।
এদিকে নিজে গোল না করতে পারলেও দলের অন্য দুই সতীর্থ স্ট্রাইকার নেইমার ও সুয়ারেজ গোল করতে পারায় দারুণ খুশি মেসি।
একটা সময় ছিল বার্সার খেলার মূল কেন্দ্রবিন্দু ছিল মেসিকে ঘিরে। তার গোলের দিকেই চেয়ে থাকত সমর্থকরা। তিনি গোল না করলে হয়ত দলকে ড্র বা হারের মুখ দেখতে হতো।
তবে কাতালন ক্লাবে নেইমার ও সুয়ারেজ আসার পর দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়েছে। যেন চারবারের ব্যালন ডি’অরের দায়িত্ব ভার অনেকটাই কমে এসেছে।
ব্রাজিল তারকা নেইমার এ মৌসুমে এখন পর্যন্ত বার্সার হয়ে ৩৯ ম্যাচে ২৮টি গোল করেছেন। পাশাপাশি উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ করেছেন ৩৩ ম্যাচে ১৮টি গোল। তাই বলা যেতেই পারে মেসিকে সঙ্গ দিতে যোগ্য সঙ্গী হিসেবেই মাঠ মাতাচ্ছেন নেইমার ও সুয়ারেজ।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস