ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের মিশন শুরু ১১ জুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বাংলাদেশের মিশন শুরু ১১ জুন

ঢাকা: গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ মাঠে নামবে ১১ জুন।



২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।

ৠাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ এবার সরাসরি রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলবে। লাল-সবুজের জার্সিধারীদের মিশন শুরু হবে ১১ জুন। কিরঘিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।

১৬ জুন বাংলাদেশ খেলবে তাজিকিস্তানের বিপক্ষে। সেপ্টেম্বরের ৩ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। একই মাসের ৮ তারিখ লাল-সবুজরা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে।

১৩ অক্টোবর বাংলাদেশের ফিরতি লেগে মুখোমুখি হতে হবে কিরঘিজস্তানের। ১২ নভেম্বর তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান আর ১৭ নভেম্বর বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৬ সালের ২৪ মার্চ বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মোকাবেলা করবে।

৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে এই ড্র করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। খেলা হবে দুটি লেগে। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। আট গ্রুপের শীর্ষ আট দল ও শীর্ষ চার রানার্নআপ দল আগামী রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।

এ বাছাইপর্বে যারা কোয়ালিফাই করবে তারা ২০১৯ সালের এশিয়া কাপেও খেলার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।