ঢাকা: চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে উড়িয়ে দিযে সেমিফাইনালের পথে এক পাঁ দিয়ে রেখেছে বার্সেলোনা। আর এ ম্যাচে কাতালানদের হয়ে জোড়া গোল করেছেন স্ট্রাইকার লুইজ সুয়ারেজ।
পার্ক দেস প্রিন্সেসে সুয়ারেজের প্রথম গোলটি ছিল স্প্যানিস জায়ান্ট দলটির ইউরোপিয়ান প্রতিযোগিতার ১০০০তম গোল। তাই দলের এমন মাইলফলক রেকর্ডের পর গোলটি দারুণ উদযাপন করেন উরুগুইয়ান এ স্ট্রাইকার।
পরে লিভারপুলের সাবেক এ তারকা আরো একটি গোল করলে লা লিগার শীর্ষে থাকা দলটির বর্তমান গোলসংখ্যা হয় ১০০১টি।
এদিকে ১০০০তম গোল করা বার্সা ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছে। এ তালিকায় শীর্ষে আছে ১০১৬টি গোল করা রিয়াল মাদ্রিদ। আর তালিকার পরের দুটি অবস্থানে আছে যথাক্রমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ (৮২৩) ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস (৭৪৮)।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস