ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলারদের মধ্যে এডেন হ্যাজার্ড অন্যতম। আরো নির্দিষ্ট করে বললে, চেলসির সেরা খেলোয়াড় হিসেবেই পরিচিত ২৪ বছর বয়সী এই বেলজিয়ান উইঙ্গার।
চার মৌসুম পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে হোসে মরিনহোর চেলসি। ইতোমধ্যেই তারা সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আর সাত ম্যাচ। এর মধ্যে চারটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই শিরোপা উদযাপনে মাতবে ব্লুজরা।
গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে অস্কার বলেন, ‘আমার মতে, হ্যাজার্ড বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। যদিও আরো সেরা মানের ফুটবলার রয়েছে। তবে, ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এগিয়ে রেখেছে। এজন্য তাকেই সেরা হিসেবে মানায়। ’
উল্লেখ্য, ২০১২ সালের জুনে ফ্রেঞ্চ ক্লাব লিলে থেকে চেলসিতে পাড়ি জমান হ্যাজার্ড। এখন পর্যন্ত তিনি ব্লুজদের হয়ে ৯৯টি লিগ ম্যাচে ৩৫টি গোল করেছেন। যার ১২টি এসেছে এই মৌসুমে। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৫৫ ম্যাচ। আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৪৭ বার।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরএম