ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

বিক্রি হতে চলেছে ব্রাজিলের দুই স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, এপ্রিল ১৬, ২০১৫
বিক্রি হতে চলেছে ব্রাজিলের দুই স্টেডিয়াম ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের একক আয়োজনে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে ব্যবহৃত দু’টি স্টেডিয়াম বিক্রি হতে চলেছে। নাটালের এবং সালভাদোরের স্টেডিয়াম দুটি বিক্রি করে দিতে চাইছে বর্তমান মালিকানা থাকা প্রতিষ্ঠানটি।



ফুটবল বিশ্বকাপে ব্যবহার হওয়া এ দু’টি স্টেডিয়ামের মালিকানা রয়েছে ওএএস নামক একটি স্থানীয় বানিজ্যিক প্রতিষ্ঠানের।

ব্রাজিলের সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, আর্থিক অনটনের মধ্যে পড়া প্রতিষ্ঠানটি নাটালের স্টেডিয়ামটি পুরোটাই বিক্রি করে দিতে আগ্রহী। আর সালভাদোরের স্টেডিয়ামের অর্ধেক মালিকানা স্বত্ব বিক্রি করে দিতে চায় প্রতিষ্ঠানটি।

অর্থনৈতিক সংকটে পড়া ব্রাজিলের বানিজ্যিক প্রতিষ্ঠানটি প্রায় ১৮৭ মিলিয়ন পাউন্ড খরচ করে সালভাদোরের স্টেডিয়ামটি তৈরি করেছিল। এখানে ২০১৪’র বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নাটালের স্টেডিয়ামটি বানাতে প্রতিষ্ঠানটি খরচ করেছিল ১৩৪ মিলিয়ন পাউন্ড।

আশংকা করা হচ্ছে ব্রাজিলের অত্যাধুনিক এ স্টেডিয়াম দু’টি বিক্রি হয়ে গেলে তা দেশটির ফুটবলে কোনো খারাপ প্রভাব না ফেললেও, দেশটির বাজে ফুটবলের পরিবেশের একটি চিত্র ফুটবল বিশ্বে ভেসে উঠবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।