ঢাকা: সম্প্রতি উরুগুইয়ান তারকা স্ট্রাইকার এডিনসন কাভানির ক্লাব ছাড়ার বিষয়ে ব্যাপক গুজব উঠেছে। তবে, ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার কোনো ইচ্ছাই নেই বলে জানান কাভানি।
২০১৩ সালে ৬৪.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমান কাভানি। দুই মৌসুমে এখন পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ৪৫টি গোল করেছেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।
এর আগে ফ্রেঞ্চ লিগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার বা ইতালিয়ান লিগে খেলার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিলেও এখন আগের অবস্থান থেকে সরে এসেছেন কাভানি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল তাকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাভানি বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে বাড়াবাড়ি করা হচ্ছে। ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই আমার নেই। এখানে খেলে বেশ উপভোগ করছি। ক্লাবের প্রতি আমি সম্মান রাখতে চাই। তাছাড়া, আমার চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। ’
বাংলাদেশ সময়: ২১০৬ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরএম