ঢাকা: উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় জয় পেয়েছে নাপোলি। গঞ্জালো হিগুয়েইন ও মারেক হামসিকের নৈপুণ্যে জার্মান ক্লাব উলফসবার্গকে ৪-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
এ ম্যাচটি দারুণভাবে জিতে কোচ রাফায়েল বেনিতেজের ৫৫তম জন্মদিনটি স্মরণীয় করে রাখল নাপোলি। এর মধ্য দিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল হিগুয়েইনরা।
উলফসবার্গের মাঠ ভল্কসওয়াগেন অ্যারেনাতে খেলার ১৫ মিনিটে নাপোলিকে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার হিগুয়েইন। আট মিনিট পর হিগুয়েইনের অ্যাসিস্ট থেকে লিড দ্বিগুন করেন স্লোভাকিয়ান মিডফিল্ডার হামসিক। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার জোসে ক্যালিজনের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন হামসিক। ১২ মিনিট পর বদলি খেলোয়াড় মানোলা গ্যাব্বিয়াদিনির গোলে ৪-০ গোলে এগিয়ে যায় নাপোলি। ৮০ মিনিটের সময় উলফসবার্গের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ডেনিশ স্ট্রাইকার নিকোলাস বেন্ডটনার।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম/