ঢাকা: রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই বাজে পারফরম্যান্সের জন্য সমালোচিত হন মেসুত ওজিল। তবে, বর্তমানে গানারদের হয়ে সেরা সময় পার করছেন বলে জানান জার্মানির এই তারকা মিডফিল্ডার।
গত মৌসুমে পঞ্চাশ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ছেড়ে ইংলিশ ক্লাব আর্সেনালে পাড়ি জমান ওজিল। এই দুই মৌসুমে এখন পর্যন্ত ৬৩ ম্যাচ খেলে ১২টি গোল করেছেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার।
এ বছরের জানুয়ারিতে ইনজুরি মুক্ত হয়ে স্বরুপে ফেরেন ওজিল। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সমালোচকদের পক্ষ থেকেও প্রশংসিত হন। এক সাক্ষাৎকারে তিনি বলেনম, ‘এ মুহূর্তে আমি নিজের খেলায় সন্তুষ্ট। মনে হচ্ছে, আর্সেনালে যোগ দেওয়ার পর বর্তমানে সেরা ফুটবল খেলছি। ’
তিনি আরও বলেন, ‘এ মৌসুমের শুরুটা আমার মোটেই ভালো যায়নি। কয়েকটি মারাত্মক ইনজুরিতে ভুগেছি। পুরোপুরি ফিটনেসের অভাবে খেলার সময় কিছুটা ক্লান্ত ছিলাম। তাছাড়া ইংলিশ লিগে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। এখানে শারীরিক ও গতিময় ফুটবল খেলা হয়। তবে আমি খেলার ধরণের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে বাড়তি অনুশীলন করছি। ’
বাংলাদেশ সময়: ১২২৮ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম /