ঢাকা: ইউরোপ ক্লাব সেরার মুকুট পড়তে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর দলকে সেমির পথে এগিয়ে নিতে এ মৌসুমে দারুণ খেলে চলেছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনকে ৩-১ গোলে হারানোর ম্যাচে কাতালানদের উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজের জোড়া গোলের পাশাপাশি ছিল নেইমারের অসাধারণ একটি গোল।
দ্বিতীয় লেগে নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে নেইমার প্রথম লেগের কথাই বললেন। দেপোরতিভোর এক রিপোর্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি একা নই, পুরো দলের অসাধারণ পারফর্মে আমরা এ পর্যন্ত এসেছি। পুরো দলটি দুর্দান্ত খেলে চলেছে।
নেইমার আরও বলেন, আমি খুব খুশি পিএসজির বিপক্ষে স্কোর করতে পেরে। সুয়ারেজ পুরো ম্যাচে জাদু দেখিয়ে জোড়া গোল করেছেন। আমাদের দলে রয়েছেন বিশ্বসেরা কিছু স্ট্রাইকার, আর ডিফেন্সিভ খেলার জন্য রয়েছেন একাধিক দারুণ ফুটবলার। পুরো ৯০ মিনিট তারা আমাদের সুযোগ তৈরি করে দিতে প্রস্তুত থাকেন।
ফিরতি লেগে নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে নেইমাররা মাঠে নামবে ২১ এপ্রিল। ৩-১ গোলের এগ্রিগেটে এগিয়ে থাকা কাতালানদের হয়ে সে ম্যাচেও গোল করতে চান নেইমার। তবে, তার আগে ১৮ এপ্রিল স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্বাগতিক হিসেবে খেলবেন মেসি, নেইমার, সুয়ারেজরা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর