ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

আমেরিকায় যাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, এপ্রিল ১৭, ২০১৫
আমেরিকায় যাচ্ছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বার্সেলোনা। আমেরিকায় ১০ দলের অংশগ্রহনে ক্লাব ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টটি ১১ জুলাই থেকে শুরু হবে।



আমেরিকার বেশ কয়েকটি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা নামবে। মোট ১৭টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। যা বিশ্বব্যাপী ১৬০টি দেশে প্রচারিত হবে।

টুর্নামেন্টে ‍অংশ নেওয়া ক্লাবগুলো হলো: বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই, চেলসি, পোর্তো, ক্লাব আমেরিকা, ফিওরেন্তিনা, নিউ ইয়র্ক বুলস, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সান জোসে আর্থকোয়াকস। দশ দলের মধ্যে চারটিই আমেরিকান।

এর আগের দু’টি আসরেই বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অংশ নেয়। গত বছর স্পেন থেকে দ্বিতীয় দল হিসেবে ভ্যালেন্সিয়া এই টুর্নামেন্টে ‍অংশগ্রহণ করে। ২০১৩ সালের ফাইনালে চেলসিকে হারিয়ে রিয়াল ও গত বছর লিভারপুলকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।