ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

অ্যাতলেতিকোর বিরুদ্ধে তদন্তে উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, এপ্রিল ১৭, ২০১৫
অ্যাতলেতিকোর বিরুদ্ধে তদন্তে উয়েফা ভিসেন্তে কালদেরন স্টেডিয়াম

ঢাকা: বুধবার (১৫ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূণ্য ড্র করে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঐ ম্যাচ চলাকালীন ভিসেন্তে কালদেরন  স্টেডিয়ামের ভেতর চলাচলের পথগুলো বন্ধ থাকার জের ধরেই স্বাগতিক অ্যাতলেতিকোর বিরুদ্ধে তদন্তে নামার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।



চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ চলাকালীন  সময়ে স্টেডিয়ামের প্রবেশ ও বের হওয়ার গেটগুলো বন্ধ রাখাটা উয়েফার কোড অব কন্ডাক্টের পরিপন্থী। যা সিকিউরিটি আইনের ৩৮ নম্বর অনুচ্ছেদ ভঙ্গের শামীল। তবে, অ্যাতলেতিকোর জন্য কিরুপ শাস্তি অপেক্ষা করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বাগতিক হিসেবে প্রত্যেকটি ক্লাব কর্তপক্ষের দায়িত্ব থাকে নির্বিঘ্নে দর্শকদের চলাচলের স্বার্থে মাঠে প্রবেশের গেট, সকল যাতায়াতের পথ, সিঁড়ি ও জরুরী ভিত্তিতে গ্যালারী থেকে প্রস্থানের গেট সবসময় খোলা রাখা। কিন্তু, অ্যাতলেতিকোর পক্ষ থেকে নিয়ম ভঙ্গ করায় বেজায় খেপেছে উয়েফা।

উল্লেখ্য, ঐ ম্যাচে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেই এক দর্শক মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আলিঙ্গন করার চেষ্টা করে। অবশ্য, সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা ঐ দর্শককে সরিয়ে নেয়। এতে করে মাঠে থাকা খেলোয়াড়দের নিরাপত্তাও বিঘ্নিত হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।