ঢাকা: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। তবে, এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না বার্সা কোচ লুইস এনরিক।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগের ম্যাচটি মোটেই সহজ হবে না বলে মনে করেন এনরিক। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘যারা ভাবছে পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে বার্সাই এগিয়ে থাকবে তারা বোকার স্বর্গে বাস করছে। বাঁচা-মরার ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। কাজেই মাঠের খেলায় তাদের বিপক্ষে অবশ্যই সতর্ক থাকতে হবে। ’
বার্সা স্প্যানিশ কোচ আরও বলেন, ‘পিএসজি টিমে বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে। তাদের মাঠে সহজভাবে জিতলেও এর পুনরাবৃত্তি ঘটবে এমন আশা করাটা সমীচীন নয়। পরের ম্যাচটি যে খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ’
উল্লেখ্য, ২২ এপ্রিল (বুধবার) দু’দলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম