ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ব্রাদার্সের প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, এপ্রিল ১৭, ২০১৫
ব্রাদার্সের প্রথম জয়

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার পুরোনো ঢাকার দল রহমতগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করে লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেছেন এডামস জানকাসা ও একটি গোল করেন অগাস্টিন ওয়ালস।

রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন আকিনইয়েলে পিটার।

ম্যাচের প্রথমার্ধ জুড়ে গোল মিসের মহড়া দিয়ে যায় দুই দলই। একাধিক আক্রমণ করেও কোন দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধের ৪১ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ডিফেন্ডার এডামস জানকাসের শট পোস্ট ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে। তাই প্রথমার্ধ শেষে গোলশূণ্য ছিল ম্যাচটি।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতিপথ পাল্টে যায়।   শুরুতেই ঘুরে দাঁড়ায় সৈয়দ নাঈমুদ্দিনের শিষ্যরা। ৫০ মিনিটে সতীর্থ
খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন ব্রাদার্সের এডামস জানকাসা (১-০)।

৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে করা অগাস্টিন ওয়ালসনের দূরপাল্লার শট অল্পের জন্য খুঁজে পায়নি জালের ঠিকানা। তবে পরের মিনিটেই আক্ষেপটা ঘুঁচিয়েছেন এই হাইতিয়ান ফরোয়ার্ড। তার নিখুঁত শট খুঁজে পায় ফরাশগঞ্জের জালের ঠিকানা (২-০)।

আর ৭৯ মিনিটে ব্যবধান কমায় ফরাশগঞ্জ। বাঁ-প্রান্ত থেকে মিডফিল্ডার শাহিনুর রহমানের অ্যাসিস্টে ব্রাদার্সের পিটারের হেড খুঁজে পায় জালের ঠিকানা (২-১)।

আর ৮৫ মিনিটে আবারো এগিয়ে যায় নাঈমুদ্দিনের শিষ্যরা। ডান প্রান্ত থেকে সতীর্থকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন ফরোয়ার্ড রনি। বক্সের মধ্যে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ব্রাদার্সের নাইজেরিয়ান এডামস জানকাসা (৩-১)।

তিন খেলায় এ নিয়ে ব্রাদার্সের সংগ্রহ ৪ পয়েন্ট। ওদিকে দুই খেলায় রহমতগঞ্জের সংগ্রহ ০ পয়েন্ট। দলীয় অবস্থান ৯ম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।