ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

শুরু হচ্ছে ওয়ালটন এয়ারকন্ডিশনার ভলিবল লিগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, এপ্রিল ১৭, ২০১৫
শুরু হচ্ছে ওয়ালটন এয়ারকন্ডিশনার ভলিবল লিগ

ঢাকা: শুরু হতে যাচ্ছে ওয়ালটনের এয়ার কন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৫।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতকায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা শনিবার থেকে লিগ শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।



শুক্রবার (১৭ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় রাজধানীর ভলিবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

প্রথম বিভাগ ভলিবল লিগে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো- নবজাগরণী সংঘ, ইস্ট অ্যান্ড বয়েজ, সাবলম্বী সোসাইটি, ভাই ভাই সংঘ, উত্তরা এস.সি, মাদারটেক মিতালি সংঘ, ইস্ট অ্যান্ড ক্লাব ও শাহবাগ স্পোর্টস ক্লাব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১০ হাজার টাকা, রানার্স আপ দলকে দেওয়া হবে ৭ হাজার এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৬ হাজার টাকা। বাকি চারটি দল প্রত্যেকে ৫ হাজার টাকা করে পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) ও সাবেক ভলিবল খেলোয়াড় এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বাবুল ও লিগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
পিআর/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।