ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

খেলা

শেখ রাসেলের জয়রথ চলছেই

স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, এপ্রিল ১৭, ২০১৫
শেখ রাসেলের জয়রথ চলছেই

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে অল ব্লুজ খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে ১-০ গোলে পরাজিত করে শেখ রাসেল।



ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করে যাচ্ছিল দুই দল। ম্যাচে জুড়ে মাঝমাঠের দখল পেতে মরিয়া ছিল শেখ রাসেল। তবে এ ক্ষেত্রে কোন ধরণের ছাড় দিতে প্রস্তুত ছিলনা মোহামডোনও। প্রথমার্ধ জুড়ে শেখ রাসেল বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করলেও শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের কারণে আলোর মুখ দেখেনি।

ম্যাচের ৪৩ মোহামেডানের ইব্রাহিমের শট বার ছুয়ে চলে যায় মাঠের বাইরে। আর প্রথমার্ধের অন্তিম মুহূর্তে শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি একটি সুবর্ণ সুযোগ মিস করেন। মোহামেডানের গোলরক্ষক মো: নেহালকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। তাই প্রথমার্ধের খেলা শেষে গোলশূন্য ভাবেই বিরতিতে যায় দুই দল।
 
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে যায় রাসেল। একের পর এক আক্রমণ করতে থাকে মোহামেডান শিবিরে।

৫২ মিনিটে সহজ সুযোগ মিস করে মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ডি বক্সের মধ্যে থাকা বলটিতে পা ছোঁয়ালেই গোল পেয়ে যেত সাদা-কালো শিবিরি। কিন্তু সবুজ পা ছোঁয়াবার আগেই বলটি ক্লিয়ার করে রাসেলের রক্ষণভাগের খেলোয়াড়।
   
৬০ মিনিটে রাসেলের খেলোয়াড় জাহিদ হোসেনের বাড়িয়ে দেয়া বলে শট করেন ফরোয়ার্ড পল এমিল। কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করে মোহামডোনের গোলরক্ষক, ফলে কর্নার পায় শেখ রাসেল। আর জাহিদ হোসেনের কর্নার থেকে হেড করে গোল করেন রাসেলের রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম (১-০)।

৬৮ মিনিটে রাসেলের আতিকুর রহমান মিশুর ক্রস বারে লেগে ফিরে আসে। আর ফিরতি বলে জাহিদ হাসান এমিলি হেড করে গোল করেন। কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

এরপর সুযোগ আসে মোহামেডানের। ৭০ মিনিটে জুয়েল রানা বাড়িয়ে দেয়া বলে শট করেন ইসমাইল বাঙ্গুরা, কিন্তু শেষ রাসেলের গোলরক্ষক কোন মতে প্রতিহত করেন।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।