ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

খেলা

ফুটবল কোচদের কোচিং কোর্স

স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, এপ্রিল ১৭, ২০১৫
ফুটবল কোচদের কোচিং কোর্স

ঢাকা: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক তত্ত্বাবধানে ৫-১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় ‘এএফসি ‘সি’ সার্টিফিকেট কোচিং কোর্স ২০১৫’ অনুষ্ঠিত হয়।

এ কোচিং কোর্সে ২৫ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার এ কোর্সের সমাপনী হয়। কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। আরও উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট কমিটির সদস্য আবদুর রকিব, প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু প্রমুখ।

কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্বে ছিলেন এএফসি ইন্সট্রাক্টর একেএম সাইফুল বারী টিটু ও সহকারী ইন্সট্রাক্টর ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।