ঢাকা: আর্জেন্টাইন বেশির ভাগ ফুটবলারের স্বপ্নের নায়ক দেশটির ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দেশটির ফুটবল ঈশ্বর খ্যাত এই ম্যারাডোনা হতে চান ১৬ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলের বিস্ময় বালক ম্যাক্সিমিলানো রোমেরো।
ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালে খেলতে ইচ্ছা প্রকাশ করে রোমেরো রয়টার্সের একান্ত সাক্ষাৎকারে ম্যারাডোনার মতো ফুটবলার হওয়ার স্বপ্নের কথা জানান।
আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল সম্প্রতি রোমেরোর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে, ১৬ বছর বয়সী এ ফুটবলারের মূল ক্লাব ভেলেজের সঙ্গে এখনও চুক্তির ব্যাপারে পাকা কথা হয়নি আর্সেনালের। স্প্যানিশ সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, চুক্তির ব্যাপারে দুই ক্লাব বেশ আগ্রহী।
রোমেরো বলেন, আমি ম্যারাডোনা হতে চাই। এটা আমার একটি স্বপ্ন। তবে, তার আগে প্রথম বিভাগে ভেলেজের হয়ে শিরোপা জিততে চাই। এখানেই থেমে যেতে চাই না আমি। বিশ্বকাপের আসরেও নিজেকে দেখতে চাই। ম্যারাডোনার মতো দেশকে বিশ্বকাপ এনে দিতে চাই।
আর্সেনালে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা আর্জেন্টিনার উদীয়মান এ ফুটবলার স্ট্রাইকার হিসেবে আদর্শ মানেন কলম্বিয়ার তারকা রাদামেল ফ্যালকাওকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যালকাও প্রতিপক্ষের ডি-বক্সে যা করে, আমি সেটাই করতে চাই। বক্সে তিনি যতটা আক্রমণাত্মক, ততটা আর কারও মধ্যে নেই।
আর্সেনালের থেকে প্রস্তাব পাওয়া প্রসঙ্গে রোমেরো বলেন, আমি খুব খুশি যে তারা আমাকে দলে ভেড়াতে চায়। তবে, এটা আমার ক্লাব আর ইংলিশ জায়ান্টদের ব্যাপার। আমি আর্সেনালে যেতে আগ্রহী কিন্তু এখনই আমি এটি নিয়ে ভাবছি না। আমার মূল লক্ষ্য ভেলেজের হয়ে শিরোপার স্বাদ নেওয়া।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর