ঢাকা: ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ ফুটবলের আসর এফএ কাপের ফাইনালে উঠেছে অ্যাস্টনভিলা। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট করে নিয়েছে অ্যাস্টনভিলা।
ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় সাড়ে ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে লিভারপুলের হয়ে মাঠে নামেন মারকোভিচ, হেন্ডারসন, কোউতিনহো, জেরার্ড, বালোতেল্লি আর স্টারলিংরা। কিন্তু ম্যাচের লিড নিয়েও ধরে রাখতে ব্যর্থ হয় অলরেডসরা।
ব্রেন্ডন রজার্সের লিভারপুল ম্যাচের ৩০ মিনিটে লিড নেয়। রাহিম স্টারলিংয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন কোউতিনহো। ৬ মিনিট পরেই সমতায় ফেরে অ্যাস্টনভিলা। ফ্যাবিয়ানের অ্যাসিস্ট থেকে গোল করেন ক্রিস্টিয়ান বেনিতেক। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে আবারো গোল করে অ্যাস্টনভিলা। গ্রিয়ালিসের অ্যাসিস্ট থেকে গোল করেন ফ্যাবিয়ান। ফলে, ২-১ এ এগিয়ে যায় অ্যাস্টনভিলা।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে লিভারপুলকে টপকে ফাইনালের টিকিট করে নেয় অ্যাস্টনভিলা।
৩০ মে ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টনভিলা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
এমআর