ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এনরিক-নেইমারের কোনো দ্বন্দ্ব নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, এপ্রিল ২০, ২০১৫
এনরিক-নেইমারের কোনো দ্বন্দ্ব নেই ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার কোচ লুইস এনরিক আর দলের ব্রাজিলিয়ান তারকা নেইমারের দ্বন্দ্বের মাঝে পানি ঢাললেন নেইমারের বাবা। তিনি জানিয়েছেন, এনরিক আর নেইমারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

তারা আবারো আগের মতোই একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে নেইমারের বাবা বলেন, নেইমার এখনও তরুণ। সে এখনও অনেক কিছু শিখছে। আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে অনুতপ্ত। এনরিকের উপর রাগ করে সে তার ভুল থেকে বেশ কিছু বিষয় বুঝতে পেরেছে। আপাতত তাদের মধ্যে আর কোনো সমস্যা নেই।

লা লিগার চলতি আসরে সেভিয়ার ঘরের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা জয় নিয়ে ফিরতে পারে নি। দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের ড্র নিয়ে আর পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় লুইস এনরিকের শিষ্যদের।

তবে, ম্যাচের ফলাফল নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার থেকে বেশি সমালোচনা হয় ব্রাজিল তারকা নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ায়। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে মিডিয়া কর্মীরা এ কারণে এনরিকের সমালোচনায় মেতে উঠেন।

ঔ ম্যাচের ১৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। মেসির গোলের যোগানদাতা ছিলেন নেইমার। আর দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। ম্যাচের ৩১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটের মাথায় নেইমারকে মাঠ থেকে তুলে নিয়ে এনরিক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে পাঠান জাভিকে। মাঠ ত্যাগের সময় নেইমার এনরিকের সিদ্ধান্তকে মেনে নিতে পারেন নি। ক্ষোভ প্রকাশ করতে মাঠের বাইরে গিয়ে তিনি নিজের বুট জোড়া খুলে ছুঁড়ে মারেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।