ঢাকা: ব্রাজিল ফুটবলের আরও একটি কালো অধ্যায় রচিত হল। সেলেকাওদের ফুটবলে আফিম, কোকেন আর ক্রিড়াক্ষেত্রে অর্থনৈতিক দুর্নীতি থাকা দেশটির ফুটবলে এবার যুক্ত হলো হত্যাকাণ্ডের মতো ঘটনা।
ব্রাজিলের জনপ্রিয় ফুটবল ক্লাব কোরিন্থিয়ান্সের বাইরে অবস্থান করা সমর্থকদের লক্ষ্য করে একদল বন্দুকধারী গুলি চালালে আটজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনা ঘটে গত শনিবার রাতে।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় কোরিন্থিয়ান্স ক্লাবের সমর্থকেরা সাও পাওলোর একটি ম্যাচের আগে ব্যানার তৈরি করায় ব্যস্ত ছিলেন। পুলিশ সূত্র থেকে আরও বলা হয়, স্থানীয় পুলিশ ক্লাবের প্রধান কার্যালয়ের সামন থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করেন।
বাকি একজনকে পাশের একটি গ্যাস স্টেশন থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বন্দুকধারীরা ক্লাবের প্রধান কার্যালয়ে প্রবেশ করে ক্লাবের সমর্থকদের মেঝেতে শুয়ে পড়ার নির্দেশ দেন। এরপরই শুয়ে পড়া সমর্থকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। দুর্ঘটনাস্থল থেকে নাইন এমএম পিস্তলের বেশ কিছু গুলির খোসা পাওয়া যায়।
তবে, এ ঘটনাটি ফুটবলের পাশাপাশি মাদক নিয়ন্ত্রনের জন্য ঘটে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। স্থানীয় পুলিশ গোপন ক্যামেরায় থাকা ভিডিও ফুটেজ এবং গ্যাস স্টেশনের সিসি ভিডিও ফুটেজ থেকে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া যারা আহত রয়েছেন তাদের থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
এমআর