ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

মডরিচের ইনজুরির জন্য দায়ী আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, এপ্রিল ২০, ২০১৫
মডরিচের ইনজুরির জন্য দায়ী আনচেলত্তি!

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। এজন্য সরাসরি রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে দায়ী করেছেন ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান চিকিৎসক বোরিস নেমেক।



শনিবার (১৮ এপ্রিল) লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে খেলার ৬০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন মডরিচ। তিনি ছাড়াও প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ত্যাগ করেন গ্যারেথ বেল। ম্যাচটি অবশ্য ৩-১ ব্যবধানে জিতে নেয় রিয়াল।

এ নিয়ে এ মৌসুমে দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন মডরিচ। এর আগে হাঁটুর ইনজুরির কারণেই চার মাসের উপরে মাঠের বাইরে ছিলেন। একই জায়গায় পুনরায় ইনজুরি আক্রান্ত হওয়ায় এখন তার মৌসুমই শেষ হয়ে গেছে।

এক সাক্ষাৎকারে বোরিস বলেন, ‘ইনজুরি থেকে দীর্ঘ সময় পর দলে ফিরলেও মডরিচের প্রতি খুব একটা সচেতন ছিলেন না রিয়াল কোচ। পুরোপুরি ফিট না হলেও আনচেলত্তি তাকে প্রায় প্রতিটি ম্যাচেই পুরো সময় ধরে মাঠে রাখতেন। যা তার হাঁটুতে বাজে প্রভাব ফেলে। এটি তার ক্যারিয়ারের জন্যও হুমকিস্বরুপ। মডরিচের ইনজুরির জন্য আনচেলত্তিই দায়ী। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।