ঢাকা: এ মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দানি আলভেজের। তবে, বরাবরই ক্লাব ছাড়ার পক্ষপাতী ছিলেন না এই ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার।
এদিকে আলভেজের এজেন্ট দিনোরাহ সান্তানার সঙ্গে বার্সা প্রেডিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ আলোচনায় বসেছেন বলে স্প্যানিশ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর আগে ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির একটি প্রস্তাব পেলেও তা অসন্তোষজনক বলে দাবি করেছিলেন দিনোরাহ।
সম্প্রতি ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আলভেজকে তিন বছরের চুক্তিতে দলে ভেড়াতে প্রস্তাব দেয়। তবে, আলভেজের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি। বরং, বার্সাতেই থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ৩১ বছর বয়সী এই রাইট ব্যাক।
যাই হোক, আলভেজের এজেন্টের সঙ্গে বার্তোমেউর আলোচনা ফলপ্রসূ হলে পরের মৌসুমেও হয়তো তিনি বার্সার জার্সি গায়ে মাঠে নামবেন। তাছাড়া, খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় আসছে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কোনো ফুটবলার কিনতে পারবে না বার্সা। এটিও আলভেজের চুক্তি নবায়নের সম্ভাবনাকে জোড়ালো করবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএম