ঢাকা: বিশ্বফুটবলের সাবেক বিশ্বসেরা তারকাদের তালিকা করা হলে সেরাদের কাতারেই থাকবেন ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদান আর ব্রাজিলের তারকা রোনালদো। এ দুই ফুটবলারকে সোমবার এক সাথে মাঠে দেখা যাবে।
ফুটবলের অন্যতম সেরা দুই কিংবদন্তি ইউনাইটেড ন্যাশনস ডেভোলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) আয়োজিত ‘দারিদ্রের বিপক্ষে খেলা’ স্লোগানে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে অংশ নিচ্ছেন।
এবারের আসরটি ইউএনডিপি’র ১২তম আয়োজন। এ প্রীতি ম্যাচের অর্জিত পুরো অর্থই ইবোলায় আক্রান্ত গিনি, লাইবেরিয়া আর সিয়েরা লিওনের মতো দেশগুলিতে দেওয়া হবে।
রোনালদো এবং জিদান ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। তারা দু’জন ছাড়াও এ ম্যাচে অংশ নেবেন আইভোরি কোস্টের দিদিয়ের দ্রগবা, নেদারল্যান্ডসের সিডর্ফ আর ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফুর মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
এমআর