ঢাকা: আর একদিন পরেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে গ্যারেথ বেলের ইনজুরি নিয়ে বেশ দুশ্চিনায় আছে গ্যালাকটিকোরা।
লা লিগায় শনিবার (১৮ এপ্রিল) মালাগার বিপক্ষে খেলা শুরুর তিন মিনিটের মাথায় কাল্ফ ইনজুরিতে ভোগেন বেল। দুই মিনিট পর মাঠ ছাড়লে রিয়াল শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ঐ ম্যাচে আরেকটি ধাক্কা খায় স্প্যানিশ জায়ান্টরা। দলের তারকা মিডফিল্ডার লুকা মডরিচ হাঁটুর ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান।
ইনজুরি আক্রান্ত হওয়ার পর প্রাথমিক টেস্টে বেলের পায়ের পেশির চোট ধরা পড়ে। তবে, আজকের চূড়ান্ত টেস্টের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর মিলবে। অ্যাতলেতিকোর বিপক্ষে এই ওয়েলস ফুটবলার খেলতে পারবেন কিনা তা আজই নির্ধারিত হবে।
অ্যাতলেতিকোর মাঠ স্তেদিও ভিসেন্তে কালদেরনে প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছিল। তাই বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ম্যাচটি দু’দলের জন্যই চ্যালেঞ্জিং হবে। তার ওপর ইনজুরি সমস্যায় স্বাগতিকরাই খানিকটা চাপে থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএম