ঢাকা: চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেলসি। যার নেপথ্যে এডেন হ্যাজার্ডের অবদান অন্যতম।
স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের সর্বশেষ ম্যাচে হ্যাজার্ডের গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় চেলসি। এর মধ্য দিয়ে তাদের চ্যাম্পিয়ন হওয়ার পথটা আরো সুগম হয়। এই বেলজিয়ান উইঙ্গার এই মৌসুমে ১৩টি গোল করার পাশাপাশি করিয়েছেন আটটি।
এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘অল্পবয়সী হলেও হ্যাজার্ড বর্তমানে বিশ্বসেরা তিনজনের মধ্যে একজন। সে খুবই দায়িত্বশীল ও মেধাবী ফুটবলার। দলে অনেক ভালো ফুটবলার থাকলেও তাকেই আমি এগিয়ে রাখব। সঠিক মূল্যায়ন হলে তার হাতেই প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার উঠবে। ’
উল্লেখ্য, ইংল্যান্ডের প্রফেসনাল ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ) কর্তৃক প্রকাশিত ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মনোনীত হয়েছেন হ্যাজার্ড। এছাড়াও সেরা তরুণ ফুটবলারের তালিকাতেও রয়েছেন ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ মাসের ২৬ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএম