ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

প্রিমিয়ার লিগ সরাসরি দেখাবে চ্যানেল নাইন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, এপ্রিল ২০, ২০১৫
প্রিমিয়ার লিগ সরাসরি দেখাবে চ্যানেল নাইন ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: গত ৭ এপ্রিল থেকে দেশের শীর্ষ স্থানীয় ১১টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে চলছে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’এর খেলা। এ আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

 

চলমান এ লিগের খেলাসমূহ সরাসরি সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বেসরকারী টেলিভিশন ‘চ্যানেল-৯’ এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোমবার বিকালে বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য ফজলুর রহমান বাবুল, প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানালেন, 'এটি অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য শুভকর বিষয়। লিগের প্রথম পর্বের ১৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। আর মোট লিগের গুরুত্বপূর্ণ ২৫-৩০ টি ম্যাচও তারা সম্প্রচার করবে। '

তিনি আরো জানান, ইন্দো-বাংলা গেমস স্থগিত হয়ে যাবার কারণে খেলার সময় সূচিতে খানিকটা পরিবর্তন আসবে। '

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল ৯ এর হেড অব মার্কেটিং এন্ড সেলস্ নুরুল ইসলাম খসরু, হেড অব প্রোগ্রাম এন্ড ইভেন্ট তানভীর খান।

এছাড়াও ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’ এর টাইটেল স্পন্সর ও অফিসিয়াল পার্টনার প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত ছিলেন মান্যবর বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী, মান্যবর বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদ, মান্যবর বাংলাদেশ এর ম্যানেজিং পার্টনার মশিউর রহমান অপু, কেএফসি’র পক্ষে জাহিদুল আলম, প্রগতি ইন্সুরেন্স লিঃ এর সহকারী ম্যানেজিং ডাইরেক্টর মেজর সৈয়দ ওবায়দুল করিম (অবঃ) এবং ট্রেজারার্স সিকিউরিটিজ লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর ফজলে এলাহী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।