ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

শুরু হচ্ছে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ২০, ২০১৫
শুরু হচ্ছে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা

ঢাকা: কক্সবাজারের লাবনী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২৭ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা-২০১৫’। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৭০ জন সার্ফার অংশ নিচ্ছেন।

 

সোমবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাইফুর রহমান, ডিজিএম (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ)। হসপিটালিটি পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার মার্কেটিং ও পিআর পারভেজ আহমেদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও ট্রেজারার আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা।

সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, 'পৃথিবীর অন্যান্য দেশের সার্ফারদের মতো আমাদের দেশের সার্ফাররা হয়তো ততটা দক্ষ আর কৌশলী হয়ে উঠেনি এখনো। কিন্তু বিশাল সমুদ্র সৈকতের সুবিধা থাকায় আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে সার্ফিং দিয়ে নতুন ভাবে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরার। তাই সদ্য প্রতিষ্টিত সার্ফিং এসোসিয়েশন বাংলাদেশে দক্ষ সার্ফার তৈরিতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করবে। '
 
তিনি আরো বলেন, 'দেশের সিনিয়র সার্ফারদের মধ্যে যাদের আন্তর্জাতিক সার্ফিংয়ের অভিজ্ঞতা রয়েছে। তারা টুর্নামেন্টে বিচারকের দায়িত্ব পালন করবেন এ টুর্নামেন্টে। '

এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছে ব্র্যাক ডেইরি ফুড এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক চিকেন। জুনিয়র, সিনিয়র ও মহিলা এই তিনটি বিভাগে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।