ঢাকা: ইনজুরির কারণে শেষ পর্যন্ত বাদ পড়তেই হলো গ্যারেথ বেলকে। গত শনিবার মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলার পাঁচ মিনিটের মধ্যেই পেশীতে টান লাগলে মাঠ ছাড়েন এ ওয়েলস তারকা।
এর আগে রিয়াল নিজস্ব ওয়েবসাইটে বেলের বর্তমান অবস্থার জন্য মেডিকেল টেস্টে পাঠানোর কথা বললেও, পরে কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার ব্যাপারটি নিশ্চিত করে ।
আগামী বুধবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামবে কার্লোস আনচেলত্তির শিষ্যরা। তবে ইতিমধ্যে বেলের পাশাপাশি লুকা মদ্রিচকেও হারিয়ে বিপদে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে অনিশ্চিত দলের স্ট্রাইকার করিম বেনজেমাও।
এই ইনজুরির ফলে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১০০ মিলিয়ন ইউরোর এ তারকাকে। তাই অ্যাতলেটিকোর পর লা লিগায় সেল্টিক, আলমেরিয়া ও সেভিয়ার বিপক্ষে থাকছেন না তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএমএস