ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

চার বছর পর শুরু হচ্ছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, এপ্রিল ২০, ২০১৫
চার বছর পর শুরু হচ্ছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

ঢাকা: সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। এরপর অর্থনৈতিক কারনে চার বছর অনুষ্ঠিত হয়নি ব্যাডমিন্টন লিগ।



শেষ পর্যন্ত স্পন্সর পাওয়ার ফলে চার বছর পর আগামী ২২ এপ্রিল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে হেলভেশিয়া প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০১৫।
 
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই লীগে অংশ নিচ্ছে নয়টি  ক্লাব। লীগের বাজেট ধরা হয়েছে পাঁচ লক্ষ ৮৪,৪০০ টাকা। এর মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান হেলভেশিয়া দিচ্ছে দুই লক্ষ টাকা।

লিগৈর খেলা অনুষ্ঠিত হবে সিংগেল লীগ পদ্ধতিতে। লিগের মোট প্রাইজমানি ধরা হয়েছে এক লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ ৩০ হাজার টাকা। এছাড়া, মহিলা বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ২০ হাজার টাকা।

লিগ উপলক্ষে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা, স্পন্সর প্রতিষ্ঠানের এ্যাডভাইজর লে.কর্নেল এস এম এ সালাম ও লিগ কমিটির সম্পাদক মো: গোলাম আজিজ জিলানীসহ অন্যান্যরা।
 
আগামী ২২এপ্রিল বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সচিব নূর মোহাম্মদ।

লিগে অংশ নিচ্ছে ৯টি দল। দলগুলো: নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব, দেওয়ান টেক্সটাইল ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, গুলশান স্পোর্টিং ক্লাব, সূর্য্যতরুন ক্লাব, কাওয়াসাকি বাংলাদেশ বি.সি, আহবান ব্যাডমিন্টন ক্লাব, ঢাকা গ্লাডিয়েটরস ও রকল্যান্ড ব্যাডমিন্টন ক্লাব।  
   
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।