ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এগিয়ে থেকেও জয়বঞ্চিত বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এগিয়ে থেকেও জয়বঞ্চিত বাংলাদেশ সংগৃহীত

ঢাকা: কখনও কখনও জয়ের চেয়ে ড্র অনেক বড় হয়। এ ক্ষেত্রেও হয়েছে তাই, দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলের জায়ান্ট ভারতকে রুখে দিল বাংলাদেশের বালিকারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে দলটি। ম্যাচে ১-১ সমতায় ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ।

এই ড্রয়ের ফলে সেমিফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মার্জিয়া।

গতকাল (সোমবার) 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১২-০ গোলে ভুটানকে বিধ্বস্ত করে ভারত। তাই খানিকটা চাপে ছিল বাংলাদেশ। তবে আজ অসাধ্য সাধন করে বাংলাদেশের বালিকারা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটেই মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। তবে তারা লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২৫ মিনিটের মাথায় ভারতকে সমতায় ফেরান সোনিয়‍া (১-১)।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি।   তবে পুরো ম্যাচ জুড়েই ভারতের সঙ্গে সমান তালে খেলেছে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে মোট সাতটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও ভুটান। ভারতের সঙ্গে ড্র করায় সেমির পথ সুগম হলো কৃষ্ণা-সানজিদাদের। কারণ, বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ দুর্বল ভুটান। এদের সঙ্গে জয়ের সম্ভ‍াবনা রয়েছে। ড্র করলেও চলবে। কারণ প্রথম ম্যাচে তারা ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত।

উল্লেখ্য, আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।