রাজশাহী: রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা হতে যাচ্ছে। ১-৬ মে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহী দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আল কাইয়ুম রিজভী মাখন মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
আল কাইয়ুম রিজভী মাখন জানান, দাবা প্রতিযোগিতার মোট প্রাইজমানি ১ লাখ টাকা। প্রতিযোগিতায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মাস্টার সাকিল, ফিদে মাস্টার ইমন, দেবরাজসহ দেশের শীর্ষস্থানীয় রেটিং প্রাপ্ত দাবাড়ুরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ঢাকার গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার এন্ট্রি ফি- আনরেটেড ৮০০ টাকা, রেটিং ১০০০ হাজার থেকে ১৯৯৯ টাকা। তবে আইএম (আন্তর্জাতিক মাস্টার) ও জিএম (গ্র্যান্ড মাস্টার) দাবাড়ুরা বিনা এন্ট্রি ফিতে আবাসন সুবিধা গ্রহণ করতে পারবেন।
এছাড়া রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছাত্রদের জন্য এন্ট্রি ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান আল কাইয়ুম মাখন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএস/কেএইচ/