ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি যখন নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে যচ্ছিলো তখন ৮৫ মিনিটে গোল করে ব্রাদার্স ইউনিয়ন। শেষ পর্যন্ত ১-০ গোলেই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে গোপীবাগের দলটি।
চতুর্থ ম্যাচে গোপীবাগের দল ব্রাদার্সের এটি দ্বিতীয় জয়। এ জয়ের ফলে ব্রাদার্সের সংগ্রহ ৭ পয়েন্ট। অবস্থান সপ্তম থেকে চতুর্থ। সমান ম্যাচে মোহামেডানের এটি দ্বিতীয় হার। পয়েন্ট ৬, অবস্থান চতুর্থ থেকে পঞ্চম।
প্রথমার্ধে দুই দলের খেলা ছিল ভুলে ভরা। কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। তবে খেলার ৮৫ মিনিটে বল নিয়ে মোহামেডানের বিপদসীমায় ঢুকে পড়েন ব্রাদার্স অধিনায়ক নাইজিরিয়ান ফরোয়ার্ড কেস্টার এ্যাকন। তিনি গোলপোস্ট লক্ষ্য করে শট নেন। তার শট ঝাঁপিয়ে পড়ে দক্ষতার সঙ্গেই ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ নেহাল। ফিরতি বলে ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়ালসন শট নিলে তা আর ফেরাতে পারেননি নেহাল।
নির্ধারিত সময় শেষে রেফারি জালাল উদ্দিন শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে জোসির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম