ঢাকা: ব্রাজিল তারকা নেইমারের জাদুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেমিফাইনালে উঠতে প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনকে ৩-১ গোলে হারানো বার্সা দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলে হারিয়েছে।
এ জয়ের ফলে ৫-১ এগ্রিগেটে সেমিফাইনালে উঠল কাতালানরা। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ১০০তম ম্যাচ খেললো কাতালানরা।
নিজিদের মাঠ ক্যাম্প ন্যু’তে বার্সার হয়ে মাঠে নামেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, টার স্টেগেন, দানি আলভেজ, জেরার্ড পিকে, জাভিয়ের মাসচেরানো, জরদি আলবা, ইভান রেকিটিক, বাসকুয়েটস এবং আন্দ্রেস ইনিয়েস্তা। এছাড়া দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন জাভি, সার্জিও রবার্তো, পেদ্রোরা।
বার্সার জার্সি গায়ে ৪০০তম গোল করা মেসিকে কড়া পাহারায় রাখলেও এ ম্যাচে পিএসজির রক্ষণকে ম্যাচের শুরুতেই ভয় পাইয়ে দেন সুয়ারেজ। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিড নেয় বার্সা। দলের ব্রাজিলিয়ান নেইমারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ইনিয়েস্তার দারুণ এক পাস থেকে বল পেয়ে নিজের প্রথম গোলটি করেন নেইমার।
ম্যাচের ৩৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেইমার। স্বদেশী দানি আলভেজের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার। ফলে, প্রথমার্ধেই বার্সা এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে জয় নিয়েই সেমিফাইনালে পা রাখে বার্সা।
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এমআর