ঢাকা: প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হারের পর সেমিফাইনালে যাওয়ার দৌড়ে হোঁচট খায় বায়ার্ন মিউনিখ। তবে, বায়ার্ন বলে কথা।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই পোর্তোর গোলমুখে হামলে পড়ে মুলার-লেভানডফস্কিরা। ১৪ মিনিটে জুয়ান বার্নাটের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের হয়ে গোল উৎসবের শুরুটা করেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। আট মিনিট পর হেডে লিড দ্বিগুন করেন জার্মান ডিফেন্ডার জেরোম বোয়েটেং।
বায়ার্নের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধের ২৭ ও ৪০ মিনিটে করা দু’টি গোলই আসে থমাস মুলারের পাস থেকে। ৩৬ মিনিটে মুলার নিজেও একটি গোল করেন। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে হেক্টর হেরেরার বাড়ানো বলে পোর্তোর হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে থিয়াগোকে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর ডিফেন্ডার মার্কানো। এর পরের মিনিটেই জাবি আলোনসোর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোতজে-মুলাররা।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএম