ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দলের পারফর্মে খুশি এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
দলের পারফর্মে খুশি এনরিক

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেমিতে দুই পা রাখতে পিএসজিকে কাতালানরা হারায় ৫-১ এগ্রিগেটে।

দলের এমন পারফর্মে খুশি বার্সা কোচ লুইস এনরিক।

প্রথম লেগে পিএসজির ঘরের মাঠে ৩-১ এ জয় পাওয়া বার্সা দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জয় পায় ২-০ গোলের। বার্সা ভক্তদের চাওয়া ছিল আরও বড় ব্যবধানের জয়।

এনরিক বলেন, এ জয়ের পরও যদি আমি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকি, তবে ম্যাচের অনেক ভুল আমার কাছে ধরা দেবে। আর আমি যদি তেমন ধরণের না হয়ে থাকি, তবে এ ম্যাচের গেমপ্ল্যান সঠিক ছিল বলেই মনে হবে।

নিজের শিষ্যদের প্রসঙ্গে এনরিক যোগ করেন, দলের খেলোয়াড়দের খেলা দেখে আমি ভীষণ খুশি। তারা আমার কথামতোই খেলেছে। চাপকে জয় করে ম্যাচ বের করেছে আমার শিষ্যরা। তাদের দলগত ভাবে খেলতে দেখে মনে হচ্ছে কাতালুনিয়া দলটি নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জিতবে। আর আমি এখনও তাদের উন্নতির আরও পথ খুঁজে বেড়াচ্ছি।

দারুণ ছন্দে থাকা বার্সা কোপা দেল রে’র ফাইনালের টিকিটও হাতে পেয়েছে। লা লিগার শীর্ষস্থানটি আরও আগে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবারে শেষ চার টপকে ফাইনালের পথ করে নিতে চান এনরিক।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।