ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকো পরীক্ষায় নামবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
অ্যাতলেতিকো পরীক্ষায় নামবে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য শেষ হয় ম্যাচটি।



বাংলাদেশ সময় রান পৌনে একটায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সেমিফাইনালের টিকিট পেতে মরণপন লড়তে হবে দল দু’টিকে। গোলশুন্য হয়ে নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। আর ১-১ গোলের ড্র হলে অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে উঠবে অ্যাতলেতিকো। অন্যদিকে রিয়ালের জয় ভিন্ন কোনো বিকল্প নেই।

এর আগে অ্যাতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে প্রথম লেগে আতিথ্য নেওয়া রিয়ালকে ম্যাচে কোনো গোলের সুযোগ দেয়নি স্বাগতিকরা। তবে, নিজেদের মাঠে জয় নিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচে মাঠে নামার আগে ইনজুরির কারণে রিয়াল পাচ্ছে না ক্রোয়েশিয়ার তারকা লুকা মডরিচকে। এছাড়া দলের বাইরে ছিটকে পড়েছেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। সেই সঙ্গে অনিশ্চিত দলের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও। মডরিচের জায়গায় খেলতে পারেন ইসকো।

নিজের দল নিয়ে আনচেলত্তি বলেছেন, দলের বেশ কিছু তারকা ফুটবলারকে আমি পাচ্ছি না। কিন্তু, এতে আমরা ভীত নই, কারণ আমার রয়েছে বিশ্বসেরা একটি দল। ম্যাচের মতো অনুশীলনের মাঠেও তারা সেরা পারফর্ম করে। আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে আমার বাকি শিষ্যরা জয় উপহার দেবে।

লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মৌসুমের শুরুটা ভালো করলেও সম্প্রতি ছন্দপতন হয় দলটির। ক্লাব বিশ্বকাপ জয়ের পর এ বছরের শুরুর দিকে অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে কোপা দেল রে’র আসর থেকে ছিটকে পড়ে আনচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শীর্ষস্থানটিও হারায় তারা।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে কোনোমতে কোয়ার্টার ফাইনালের টিকিট করে নেওয়া রিয়ালের শেষ সুযোগ বলতে অ্যাতলেতিকোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি। যে অ্যাতলেতিকোর বিপক্ষে এ বছর কোনো ম্যাচেই জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল, এবার তাদের পরীক্ষা দিতে হবে নিজেদের মাঠে। গতবারের দুই ফাইনালিস্টের মধ্যে একটি দল উঠবে চলতি আসরের সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।