ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বায়ার্নে ভীতি নেই বার্সার: পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, এপ্রিল ২২, ২০১৫
বায়ার্নে ভীতি নেই বার্সার: পিকে ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখকে সতর্ক করে জেরার্ড পিকে জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের ড্রতে যদি বায়ার্নের বিপক্ষেও লড়তে হয় তবু বার্সেলোনা ভয় পায় না।  

বার্সা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে প্যারিস সেন্ট জার্মেইকে ৫-১ গোলের অ্যাগ্রিগেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

অন্যদিকে প্রথম লেগে ৩-১ গোলে হেরেও দুই লেগে মিলিয়ে পোর্তোর বিপক্ষে ৭-৪ অ্যাগ্রিগেটে জিতে আসরে টিকে থাকে বায়ার্ন।

কাতালানরা সর্বশেষ ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। তবে দুই লেগে মিলিয়ে জার্মান চ্যাম্পিয়নরা ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল।

পিকে বলেন, ‘আমি মনেকরি না চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নকে এড়িয়ে যাওয়া উচিৎ। সেমিফাইনালের সব ম্যাচেই কঠিন। তবে ব্যাপারটিতে ভীত হবার কিছু নেই। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।