ঢাকা: ফুটবল বিশ্বের ধনী ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। খেলোয়াড়দের বেতন পরিশোধে কোনো কার্পণ্য নেই রেড ডেভিলসদের।
বেতন পরিশোধে ম্যানইউ শীর্ষে থাকলেও আয়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে টটেনহাম। স্পারসদের নিট আয় ছিল ৬৫.৩ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ আয় করে চেলসি (৪৯.৪ মি. পাউন্ড)। এর পরেই আছে সাউদাম্পটন। পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা ক্লাবটি ৩৩.৪ মি. পাউন্ড আয় করে।
২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের দলগুলোর আর্থিক পরিসংখ্যানে উঠে আসে, ম্যানইউ তাদের ফুটবলারদের বেতন বাবদ ২১৫.৮ মিলিয়ন পাউন্ড ব্যয় করে। চ্যাম্পিয়ন দল ম্যানসিটি আছে দুই নম্বরে। সিটিজেনরা আগুয়েরো-সিলভাদের ২০৫ মিলিয়ন পাউন্ড দেয়।
তৃতীয় স্থানে রয়েছে এই আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন চেলসি। খেলোয়াড়দের বেতন বাবদ ব্লুজদের খরচের অঙ্কটা ছিল ১৯২.৭ মিলিয়ন পাউন্ড। ১৬৬.৪ মিলিয়ন পাউন্ড ব্যয় করে চতুর্থ অবস্থানে রয়েছে আর্সেনাল। আঠারবারের চ্যাম্পিয়ন লিভারপুল (১৪৪ মি. পাউন্ড) পাঁচ নম্বরে।
শীর্ষ দশের মধ্যে বাকি ক্লাবগুলো হলো টটেনহাম (১০০.৪ মি. পাউন্ড), নিউক্যাসল (৭৮.৩ মি. পাউন্ড), কিউপিআর (৭৫.৩ মি. পাউন্ড), সান্ডারল্যান্ড (৬৯.৫ মি. পাউন্ড) ও এভারটন (৬৯.৩ মি. পাউন্ড)।
উল্লেখ্য, এ মৌসুমে ম্যানইউতে অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কোস রোহো, ড্যালি ব্লাইন্ড ও রাদামেল ফ্যালকাওয়ের মতো তারকা ফুটবলাররা যোগ দেয়। এতে করে রেড ডেভিলসদের বেতন পরিশোধের হার বাড়বে বৈ কমবে না।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএম